আবারো প্রয়োজনীয় প্রেম তার ভোল পাল্টে নেবে
খুঁজে নেবে অনাঘ্রাত হৃদয় বর্তমানের চালান থেকে
দক্ষ ব্রীড়াময়ী হাসি দিয়ে পাতবে অব্যর্থ ফাঁদ।
তারপর প্রথমবারের মতো আহত কোনো হৃদয়
নিজেকে সামলে নিয়ে বদলে নেবে পুরোপুরি…
হয়তো চিরতরের জন্য, হয়তো নিজেরই জন্য…
একটু একটু ক’রে শিখে নেবে আদিম যত দক্ষতা
শরীর ছেনে গ’ড়ে তুলবে নতুন প্রেম-
ক্লিশে সজ্জায় ডুবে থাকা কোনো অবয়ব দেখে
ক্ষণিক থমকে মুগ্ধতার ভান ক’রে এগিয়ে যাবে।
মিথ্যে সে ভান যদিও ঠিক বুঝবে অভিজ্ঞ চোখ
তবুও তাতেই মজবে চিরঅতৃপ্ত কোনো আত্মা-
যে জেনেছে- প্রেম বড় জটিল এক দক্ষতা,
তার কৌশল যে জেনেছে সে বড় অদ্ভুত জাদুকর
বারবার তাকে নতুন ক’রে সাজাতে হবে পসরা;
শুধু পাল্টে নিতে হবে কোনো রং, কোনো ডিটেইল-
ভুলে যেতে হবে পুরাতন যত সাজানো মায়া।
বলিরেখাগুলো শুধু রাখবে তুলে পরাজয়ের যত চিহ্ন…