কোনো কোনো সর্বগ্রাসী একলা থাকার দিনে
পুরোনো কিছু দুঃসহ স্মৃতি ঝেড়ে ফেলা যায়,
গভীর ভাবে জেনে নেওয়া যায় এমন কিছু
যা নিয়ে কখনো জাগেনি প্রশ্ন সচেতন মনে-
যে থাকতে চায় জীবনের দিনরাত্রির ঘনঘটায়
আর যার আকাঙ্ক্ষা হৃদয়ের খুব কাছে পৌঁছার,
তাদের বাস যেন একেবারে বিপরীত জগতে!
এমনতরো বোধের দিনে বোখে যাওয়া যায়;
ব্যর্থ প্রেমের স্মৃতিও যখন জাগায় প্রগাঢ় স্বস্তি!
আর প্রিয়তম আকাঙ্ক্ষার পুনঃপুনঃ অত্যাচারে
উপসম হয় পুরোনো যত পরাজয়ের শোক;
তখন নিজে নিজেই একটু হেসে নেওয়া যায়-
অতীত ভাগ্যিস অভিজ্ঞতার বেশি কিছু নয়!