আজও কি তোমার অভিমানের সারাদিন?
জানো! এখানে আজ আকাশটা রোদহীন,
দক্ষিণের গাঢ় জলের সমুদ্র
একটু একটু ক’রে আবারও হ’য়েছে রুদ্র-
উপকূলে তাই বৃষ্টি সবিরাম,
নকশি কাঁথার ভাজে খুঁজি আলসে আরাম!
বুঝি সমাগত বহু কাঙ্ক্ষিত বসন্ত-
শীতের উপদ্রব তবে কি নিঃশেষ এবারের মতো?
সতর্ক পরিযায়ী যত পাখি,
আবারো উত্তর দিকে ফিরবে নাকি!
চারপাশে ধুলো, ঝড় আর এলোমেলো উষ্ঞতা-
থেকে থেকেই অদ্ভুত এক অনিশ্চয়তা
ফেনিয়ে ওঠে আমাদের পুরোনো ছিন্ন পালে।
কে যেন হঠাৎ হাসে অট্টহাসি মনের খেয়ালে!
একি স্মৃতি নাকি দূর-কল্পনা?
কেউ তা কখনো জানবে না, জানতে চাইবে না…
তবুও তোমার অভিমানের আঙিনায়
নতুন ফাল্গুনদিন যেন ঘটনাবিহীন না যায়।
Bhai! awesome poem. latest Bangla News Portal